জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৫ মে) সচিবালয়ে সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে এই ঘটনায় ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে সরকার আরও সতর্ক থাকবে।
পদ্মাপাড়ে বর্ষা এলেই আতঙ্ক:ঝুঁকিতে জাজিরার দুই কিলোমিটার রক্ষা বাঁধ
তিনি আরও জানান, ইতালিতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত থাকায় দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক জরুরি। পুলিশের দক্ষতা বৃদ্ধিতে ইতালি বাংলাদেশকে প্রশিক্ষণ দেবে বলেও উল্লেখ করেন তিনি।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ানতোদোসি বলেন, ইতালি বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী। তবে বৈধ ভিসার মাধ্যমে দেশটিতে যেতে হবে। অনেকে তৃতীয় দেশের ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করেন—এ ধরনের অনিয়ম রোধে সচেতনতা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
Leave a Reply