ঈদের চতুর্থ দিন সকাল থেকে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও রেলস্টেশনে ফিরতি যাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌথবাহিনীর অভিযান,পুরুষশূন্য গ্রাম থেকে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
তবে কোথাও তীব্র ভিড় বা বিশৃঙ্খলার কোনো ছবি দেখা যায়নি। দূরপাল্লার বাসগুলো সময়মতো ঢাকায় পৌঁছে যাচ্ছে এবং ট্রেন চলাচলও নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীরা তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যে রাজধানীতে ফিরছেন।
মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ফেরার যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। অধিকাংশ যাত্রী নির্বিঘ্নে ঢাকায় পৌঁছাতে পারছেন এবং পথে বড় ধরনের যানজটও দেখা যায়নি।
ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেমন গাজীপুর, আমিনবাজার ও নারায়ণগঞ্জেও যান চলাচল ছিল স্বাভাবিক এবং নিয়ন্ত্রিত।
সাধারণত ঈদের পরদিন বা তৃতীয় দিন থেকেই রাজধানীতে ফেরা শুরু হয়, তবে এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় এখনও যাত্রী চাপ তেমন বৃদ্ধি পায়নি। ফলে ঈদের ছুটির মাঝামাঝিতে কর্মজীবীরা ফিরতি যাত্রায় স্বস্তি পাচ্ছেন।
নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা পার্বত্য জেলা খাগড়াছড়ি পর্যটকদের কলরবে মুখরিত
আন্তঃজেলা বাসের চালক সুজন মিয়া জানান, ঈদের আগে বাড়ি যাওয়ার সময় প্রচণ্ড চাপ ছিল, কারণ প্রায় সবাই একসঙ্গে রওনা দিতো। কিন্তু ফেরার সময় যাত্রীরা ধীরে ধীরে ফিরছেন, তাই সড়কে তেমন চাপ নেই। এর ফলে কোথাও কোনো ভোগান্তি হয়নি এবং যাত্রাও স্বাভাবিকভাবেই চলছে।
Leave a Reply