ভারতের ওড়িশা রাজ্যের একটি আদালত বহুচর্চিত ‘ওয়েডিং বোম্ব’ হত্যা মামলায় অভিযুক্ত পুঞ্জিলাল মেহেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে।
পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক উত্তপ্ত,বলিউডে বিতর্কে জড়ালেন হানিয়া আমির ও দিলজিত দোসাঞ্জ
২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি, ওড়িশার বোলাঙ্গির জেলার পাটনাগড় শহরে এক পার্সেল বোমা বিস্ফোরণে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সৌম্য শেখর সাহু ও তার ঠাকুমা জেমামণি সাহু নিহত হন। গুরুতর আহত হন সৌম্যর স্ত্রী রিমা সাহু। দুর্ঘটনার মাত্র পাঁচদিন আগে তাদের বিয়ে হয়েছিল।
ঘটনাটির সময়, বিয়ের উপহারের ছলে একটি পার্সেল পাঠানো হয় নবদম্পতির ঠিকানায়। পার্সেলটি খোলার সঙ্গে সঙ্গে ঘটে ভয়াবহ বিস্ফোরণ।
ভাঙ্গুড়ায় ইমামকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
এই মামলার মূল অভিযুক্ত পুঞ্জিলাল মেহের ছিলেন নিহত সৌম্য শেখরের পরিবারের পূর্বপরিচিত। তিনি সৌম্যর মা সংযুক্তা সাহুর সাবেক সহকর্মী ছিলেন।
Leave a Reply