নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) ভারতীয় বাহিনীর বিনা উসকানির গুলির জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে ভারতের একাধিক চেকপোস্ট ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
বুধবার (৩০ এপ্রিল) জিও নিউজ এক প্রতিবেদনে জানায়, ২৯ এপ্রিল রাত থেকে ৩০ এপ্রিল ভোর পর্যন্ত কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় সেনারা ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। পাকিস্তান সেনাবাহিনী তাৎক্ষণিক ও জোরালো প্রতিক্রিয়া জানায়।
পাকিস্তানি সেনাদের পাল্টা গুলিতে ভারতের চক্রপুত্র চেকপোস্টসহ একাধিক পোস্ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে নিরাপত্তা সূত্র দাবি করেছে। পাকিস্তান সেনাবাহিনী বলছে, এ প্রতিক্রিয়া ছিল সময়োচিত ও উপযুক্ত।
অন্যদিকে, পাকিস্তান বিমানবাহিনীর (PAF) দাবি, ২৯ এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল দিতে গিয়ে তাদের প্রতিক্রিয়ার মুখে পড়ে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান পিছু হটতে বাধ্য হয়।
ইসলামাবাদের এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ভারতীয় রাফাল বিমানগুলো জম্মু ও কাশ্মীরের আকাশসীমায় টহল দিচ্ছিল। তখন পাকিস্তান বিমানবাহিনীর ইউনিটগুলো দ্রুত প্রতিরক্ষা প্রতিক্রিয়া জানালে বিমানগুলো সরে যায়। সূত্রটি এটিকে একটি “সমন্বিত প্রতিরক্ষামূলক সাড়া” বলে অভিহিত করেছে।
Leave a Reply