ঢাকা শহরের প্রখর গরমে যখন চারপাশ হাঁসফাঁস করছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এক চমৎকার স্বস্তির উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিক্ষার্থীদের পানির কষ্ট দূর করতে মাস্টারদা সূর্য সেন হলে বসানো হয়েছে ঠাণ্ডা পানির মেশিন, যার সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছেন আবাসিক শিক্ষার্থীরা।
সোমবার (১২ মে) সূর্য সেন হলের মেসের পাশে মেশিনটি স্থাপন করেন শাখা শিবির নেতারা। উদ্যোগটির পেছনে মূল ভূমিকা পালন করেন ঢাবি শাখা ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ সম্পাদক ও সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী নুরুল ইসলাম নূর। তিনি জানান, “ক্যাম্পাসজুড়ে চলছে অসহনীয় গরম। এই প্রতিকূল আবহাওয়ায় শিক্ষার্থীরা যেন সহজেই ঠাণ্ডা পানি পান করতে পারেন, সেই মানবিক চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
শুধু একটি হলে নয়—পুরো বিশ্ববিদ্যালয়ব্যাপী এই সুবিধা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য রয়েছে সংগঠনটির। শাখা ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ জানান, “একটি ছাত্রবান্ধব সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। ইতোমধ্যে সূর্য সেন ও জিয়া হলে মেশিন বসানো হয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য আবাসিক হলেও একই সুবিধা চালু করব।”
এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই এই প্রচেষ্টাকে ‘ছাত্রবান্ধব ও মানবিক উদ্যোগ’ হিসেবে আখ্যা দিচ্ছেন।
এই গরমে এমন কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য ছাত্র সংগঠনগুলোর কাছেও এটি হতে পারে একটি ইতিবাচক দৃষ্টান্ত।
Leave a Reply