মানিকগঞ্জ জেলার শিবালয় থানার অন্তর্গত বোয়ালী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার( ১৫ মে) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ওই এলাকার মৃত সৈয়দ মল্লিকের ছেলে রজ্জব আলীর বসত বাড়ির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনায় গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ঘরে থাকা একটি গাভীন গরু ও একটি ষাড় বাছুর আগুনে দগ্ধ হয়ে মারা যায়।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আগুনের ভয়াবহতা দেখে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসে এবং শিবালয় থানায় খবর দেওয়া হয়। পরে শিবালয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এই অগ্নিকাণ্ডে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে।
Leave a Reply