স্নানশেষে দীঘল চুল আলগা করে ছেড়ে দেওয়া, সাদা স্লিভলেস ব্লাউজের সঙ্গে হলুদ শাড়ি—এমন স্নিগ্ধ লুকে সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। হাতে মোটা চুড়ি, চোখেমুখে প্রশান্ত সৌন্দর্য—সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে এমনই কয়েকটি মনোমুগ্ধকর ছবি।
আ.লীগের পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র চলছে: রিজভী
মূলত ২০২৪ সালে একটি ফটোসেশনের জন্য তোলা হয়েছিল ছবিগুলো। সম্প্রতি তা আবার ভাইরাল হয়েছে। ফটোসেশনটি করা হয়েছিল ‘দ্রৌপদীর শাড়ি’ থিমে। মহাভারতের দ্রৌপদী চরিত্রের আধুনিক রূপে ধরা দিয়েছেন মিথিলা। প্রেক্ষাপট ছিল কবি বুদ্ধদেব বসুর বিখ্যাত কবিতা ‘দ্রৌপদীর শাড়ি’, যেখানে রাজসভায় এক নারীর বস্ত্রহরণের চেষ্টা করা হয়, আর তখনই ঈশ্বরিক ক্ষমতায় অবিরত শাড়ির আবির্ভাব ঘটে তার মর্যাদা রক্ষার্থে। সেই ঐতিহাসিক ও সাহিত্যিক প্রতিমূর্তিকে নিজের মতো করে জীবন্ত করেছেন মিথিলা।
ছবিগুলো নতুন করে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন তিনি। কেউ মিথিলার লুক নিয়ে মুগ্ধতা প্রকাশ করছেন, কেউ বা তার অভিনয় দক্ষতার প্রশংসা করছেন। নেটিজেন অনামিকা মুখার্জি লিখেছেন, “মিথিলা দারুণ সুন্দর, আর ভীষণ আবেদনময়ী।” দীঘি মন্তব্য করেছেন, “মিথিলা আপু অসাধারণ অভিনয় করেন। আপুর জন্য শুভকামনা।” জনি আলম লেখেন, “অনেক সুন্দর সৃষ্টি করেছেন আল্লাহ্ তায়ালা আপনাকে।” তানিয়া আক্তার বলেন, “অসম্ভব সুন্দর।” তবে সব মন্তব্য যে ইতিবাচক, তা নয়—কিছু নেতিবাচক মন্তব্যও ঘুরছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে, যার ফলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
অভিনেত্রী ছাড়াও মিথিলার পরিচয় বহুমাত্রিক। তিনি একজন শিক্ষাবিদ, গবেষক, উন্নয়নকর্মী, কণ্ঠশিল্পী, গীতিকার ও লেখক। শিশু বিকাশ ও শিক্ষা নিয়ে কাজের পাশাপাশি লিখেছেন শিশুদের জন্য একাধিক বই। ব্যক্তিজীবনে তিনি কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী। বাংলাদেশ ও কলকাতা ছাড়াও পেশাগত কারণে বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়াতে হয় তাকে। অভিনয় ও পারিবারিক জীবনের ভারসাম্য রক্ষা করে সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব।
ঘিওরে জমি বিরোধে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা,দেবর পলাতক
মিথিলা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জলে জ্বলে তারা’ মুক্তি পায় ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি। অরুণ চৌধুরী পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন এফ এস নাঈম। আরও ছিলেন মনিরা মিঠু, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম ও শাহেদ আলী।
Leave a Reply