বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১ জুলাই ২০২৫ থেকে আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রয়োজন হবে এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫।
নিলামে বিক্রি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা ৩৫ চিঠি
আবেদনের যোগ্যতা:
প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক এবং অবিবাহিত হতে হবে।
এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে।
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে অন্তত ৫ ফুট ৬ ইঞ্চি।
নারী প্রার্থীদের জন্য ন্যূনতম উচ্চতা নির্ধারিত হয়েছে ৫ ফুট ৪ ইঞ্চি।
তবে, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার ছাড় রয়েছে—পুরুষদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd/home.php ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে।
সারাদেশে এনবিআর-এর‘শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচি শুরু
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১ জুলাই ২০২৫
আবেদনের শেষ সময়: ২৪ জুলাই ২০২৫
Leave a Reply