জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, সরকারি চাকরির বিপুলসংখ্যক পদ শূন্য পড়ে আছে। হিসেব অনুযায়ী ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে যা মোট অনুমোদিত পদের ২৪ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ চার ভাগের এক ভাগ সরকারি পদের সংখ্যা ফাঁকা।
জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠান শুরু আজ
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৩০শে জুন) সরকারি কর্মচারীদের পরিসংখ্যান-২০২৪ প্রকাশ করেছে । এতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে সরকারি চাকরিতে অনুমোদিত পদ ১৯ লাখ ১৯ হাজার ১১১টি হলেও চাকরিতে কর্মরত আছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন।
দেশে অসংখ্য শিক্ষিত তরুণ-তরুণী চাকরির অভাবে বেকার হয়ে আছেন। ফলে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অথচ সরকারি চাকরিতে ফাকা পড়ে আছে বিপুলসংখ্যক পদ।
কুষ্টিয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
উল্লেখ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবছর প্রকাশিত পরিসংখ্যান থেকে দেখা যায় যে, পদ ফাঁকা থাকার হারটি প্রায় একই রকমের থাকে। সরকারি কর্মচারীদের পরিসংখ্যান-২০২২ এর তথ্য অনুযায়ী তখনো সরকারি চাকরিতে অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশ পদ শূন্য ছিল, যা সংখ্যায় দাঁড়ায় প্রায় ৫ লাখ।
Leave a Reply