1. admin@muktangannews24.com : admin :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

নোয়াখালীতে টানা বর্ষণে জলাবদ্ধতা,স্থগিত মাধ্যমিকের পরীক্ষা

মুক্তাঙ্গঁন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১১৬ বার পঠিত

নোয়াখালীতে টানা দুদিনের ভারি বর্ষণে জেলা শহরসহ বিভিন্ন উপজেলার সড়ক, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ি পানিতে তলিয়ে গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঁচটি উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও পরীক্ষা স্থগিত করেছে জেলা শিক্ষা বিভাগ।
মেহেরপুরে পদযাত্রা শেষে এনসিপি আহ্বায়কের ঘোষণা:”জুলাইয়ের ঘোষণাপত্রে নির্ধারিত হবে বাংলাদেশের ভবিষ্যৎ”
জেলা শহর মাইজদী, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার সাথে গ্রামাঞ্চলের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

নোয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যার শঙ্কায় আজ (৯ জুলাই) ও আগামীকাল (১০ জুলাই) পাঁচটি উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান ও অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।”

তিনি আরও জানান, নোয়াখালী সদর, সুবর্ণচর, সেনবাগ, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বহু স্কুলে পানি ঢুকে পড়ায় শ্রেণিকক্ষ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

মাইজদীর হাউজিং এলাকার বাসিন্দা সিয়াম বলেন, “টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। কেউ জরুরি কাজ ছাড়া বাসা থেকে বের হতে পারছে না। অনেক পরিবার পানিবন্দী হয়ে আছে।”

স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল ভরাট ও ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থার কারণেই এই দুর্ভোগ তৈরি হয়েছে।

আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম দেলোয়ার বলেন, “পর্যাপ্ত ড্রেনেজ না থাকায় বৃষ্টির পানি বের হতে পারছে না। রাস্তাঘাটের করুণ অবস্থার কারণে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী—সবাই দুর্ভোগে আছে।”

মাইজদীর গোদার মসজিদ এলাকার বাসিন্দা মাহাবুবুল হাসান চৌধুরী রাসেল বলেন, “গত বছরের বন্যা থেকেও প্রশাসন শিক্ষা নেয়নি। এক বছরে অবৈধ স্থাপনা উচ্ছেদ কিংবা ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা যায়নি। ফলে বছর না ঘুরতেই আবারও বন্যার মুখে পড়ছি।”

জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও কিছুদিন পর আবার দখল হয়ে যায়। একাধিকবার উচ্ছেদ করেও কার্যত সুফল মেলেনি। স্থানীয়রা সচেতন না হলে শুধু প্রশাসনের চেষ্টায় লাভ হবে না।”

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, “বন্যা পরিস্থিতি মোকাবেলায় আজ সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভা ডাকা হয়েছে।”

আবহাওয়া অফিস জানিয়েছে, নোয়াখালীতে আরও কয়েকদিন ভারি বৃষ্টিপাত হতে পারে। এতে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
মেহেরপুরে সফল মিয়াজাকি আম চাষ,সম্ভাবনায় উজ্জ্বল ভবিষ্যৎ
জেলা প্রশাসক বলেন, “আমরা সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। মানুষের দুর্ভোগ লাঘবে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর

Archives

Mar0 Posts
Apr0 Posts
May0 Posts
Jun0 Posts
Jul0 Posts
Aug0 Posts
Sep0 Posts
Oct0 Posts
Nov0 Posts
Dec0 Posts

Archives

Jan
Feb
Mar
Nov
Dec
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
All rights reserved © 2025
Design By Raytahost
HTML Snippets Powered By : XYZScripts.com