জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি জানান এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি লিখেছেন, “হাসনাতের গাড়িতে গাজীপুর এলাকায় ১০-১২ জন সন্ত্রাসী হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, তার হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন, দয়া করে হাসনাতকে নিরাপত্তা দিন। লোকেশন দিচ্ছি।”
রাখাইন সংকট:মানবিক করিডোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি,বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হাসনাতের ওপর হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”
এর আগেও হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার চেষ্টা হয়েছিল। গত বছরের ২৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাঁর গাড়িবহরে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা চালানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম জানান, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ওই হামলা চালানো হয়।
সেসময় হাসনাত ও সারজিসের সঙ্গে থাকা আহমাদ উল্লাহ সাকিব জানান, “আমরা বাইক দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে আমাদেরও চাপা দেওয়ার চেষ্টা করা হয়। আল্লাহর রহমতে সবাই প্রাণে বেঁচে যাই।”
লোহাগাড়া থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই মো. আলিম বিষয়টি নিশ্চিত করে বলেছিলেন, জড়িত ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।
Leave a Reply