নোয়াখালীর হাতিয়ায় কোরবানির পশু বিক্রির চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর ডান হাতের কবজি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ফারুক খলিফা নামে এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। বুধবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যবসায়ী নবীর উদ্দিন বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা কমিটিতে নিষিদ্ধ নেতাদের অনুপ্রবেশের অভিযোগ,অস্বীকার নেতাদের
আহত নবীর উদ্দিন হরণী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রসূলপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মো. হোসেনের ছেলে। অভিযুক্ত ফারুক খলিফা (৪৫) একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রসূলপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে বিএনপির প্রভাবশালী কর্মী হিসেবে পরিচিত।
আহতের ছেলে মো. আবু ছায়েদ জানান, ঈদুল আজহা উপলক্ষে হাতিয়া বাজারে কোরবানির পশুর হাট বসে। হাটের বাইরের এলাকায় স্থানীয়রা নিজেদের জায়গায় গরু রাখার ব্যবস্থা করেন এবং সেক্ষেত্রে সামান্য অর্থও গ্রহণ করেন। তার বাবা নিজ দোকানের সামনের জায়গায় এভাবে গরু বিক্রির আয়োজন করলে ফারুক খলিফা এসে চাঁদা দাবি করেন। নবীর উদ্দিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফারুক তাকে দেখে নেওয়ার হুমকি দেন।
ঘটনার পরদিন রাতে ফারুক খলিফা ও তার সহযোগীরা হাতিয়া টাওয়ারের সামনে নবীর উদ্দিনকে ডেকে এনে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে তার ডান হাতের প্রায় সব রগ কেটে যায় এবং কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হাটের ইজারাদার আমিরুল ইসলাম মতিন বলেন, “ফারুক আমাদের ইজারাদার দলের কেউ নয় এবং তাকে টাকা তোলার কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সে বিএনপির সঙ্গে সম্পৃক্ত, তবে এ ঘটনায় তার কোনো দায়িত্ব ছিল না।”
হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান দোলন বলেন, “ফারুক বিএনপির কর্মী হলেও তার কোনো পদ নেই। আমরা অপরাধীর পক্ষ নেব না। আইন অনুযায়ী বিচার হোক এটাই চাই।”
কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানীর পদত্যাগ
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করলেও অভিযুক্ত ফারুক খলিফার বক্তব্য পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “ঘটনাটি সম্পর্কে শুনেছি, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply