মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের সুকুলিয়া মৌজায় যমুনা নদীর খালে ভেসে উঠেছে এক অজ্ঞাতনামা মধ্যবয়সী যুবকের মরদেহ। শণিবার (৭ জুন) সকালে ৫ নম্বর টাওয়ারের দক্ষিণে প্রায় ৫০০ গজ দূরে খালের কিনারায় লাশটি ভাসতে দেখা যায়।
এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত:মির্জা ফখরুল
স্থানীয় সূত্রে জানা গেছে, একজন ব্যক্তি গরু চড়াতে গিয়ে খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে শিবালয় থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানিয়েছে, মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। এখনো পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। মৃতদেহটি শনাক্তের লক্ষ্যে পিবিআই মানিকগঞ্জকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন বলেন, “লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব: জামায়াত আমির ডা.শফিকুর রহমান
স্থানীয়দের মাঝে ঘটনাটি নিয়ে উদ্বেগ ও কৌতূহল দেখা দিয়েছে। এটি দুর্ঘটনা না অন্য কোনো ঘটনা—তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply