মানিকগঞ্জের ঘিওর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে সোভা বেগম (৩৩) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার নালী ইউনিয়নের নয়ারচর এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা,সৌদির তীব্র প্রতিবাদ
নিহত সোভা বেগম ওই গ্রামের সৌদি প্রবাসী মো. সালাম মিয়ার স্ত্রী। অভিযুক্ত রাকিব (২৮) একই গ্রামের মৃত নীলচান মিয়ার ছেলে। ঘটনার পরই তিনি পলাতক হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাই সালাম ও রাকিবের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বাড়ির পাশে দুটি কাঁঠাল গাছ নিয়ে মতবিরোধের জেরে কয়েক মাস আগে রাকিব নিজের দাবি করা একটি গাছ কেটে ফেলেন। শুক্রবার সকালে সালামের স্ত্রী সোভা অপর গাছ থেকে কাঁঠাল পাড়তে গেলে রাকিব এসে গাছটি নিজের অংশ দাবি করেন। এতে তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রাকিব ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে একটি ধারালো ছুরি এনে সোভা বেগমের গলায় আঘাত করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
আ.লীগের পুনর্বাসনে ভারতীয় ষড়যন্ত্র চলছে: রিজভী
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply