জুলাই বিপ্লবে স্কাউট সদস্যদের আত্মত্যাগকে ‘গৌরব ও অহংকারের প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্ব স্কাউটস আন্দোলনের জন্যও একটি গৌরবময় অধ্যায়। আমাদের স্কাউটরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে—নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তারা ইতিহাস গড়েছে।”
জোবায়েরের মৃত্যুকে কেন্দ্র করে দেরিতে অ্যাম্বুলেন্স পাঠানোর অভিযোগ
সোমবার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে আয়োজিত বাংলাদেশ স্কাউটসের ‘কাব কার্নিভাল’-এর উদ্বোধন ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অধ্যাপক ইউনূস স্মৃতিচারণ করে বলেন, “১৯৫৫ সালে কানাডায় গ্লোবাল স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ ছিল আমার কিশোর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। ষষ্ঠ শ্রেণি থেকেই স্কাউটিংয়ের সঙ্গে যুক্ত হয়ে বিশ্ব ঘুরে দেখার সুযোগ পেয়েছি, বিভিন্ন সংস্কৃতি ও মানুষকে জানার সুযোগ হয়েছে।”
তিনি বলেন, “স্কাউটিং আমাকে শিখিয়েছে সৃজনশীলতা, নেতৃত্ব ও নতুন কিছু করার আনন্দ। বর্তমান প্রজন্মের স্কাউটদেরও একইভাবে বিশ্বকে জানার সুযোগ করে দিতে হবে। তাদের মধ্যে বিশ্বনাগরিক হওয়ার আকাঙ্ক্ষা জাগাতে হবে।”
স্কাউট সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “স্কাউটিং তোমার জীবনে একটি বড় দরজা খুলে দিয়েছে। এখন তোমার দায়িত্ব অন্যদের জন্য সেই দরজা খুলে দেওয়া।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ‘জুলাই বিপ্লবে’ শহীদ আট স্কাউট সদস্যের পরিবারের হাতে গ্যালানট্রি অ্যাওয়ার্ড এবং স্কাউট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শাপলা কাব অ্যাওয়ার্ড তুলে দেন।
এবার ইসরায়েলে হামলা ইয়েমেন থেকে
দেশব্যাপী আজ একযোগে ৫২৭টি স্থানে কাব কার্নিভাল শুরু হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. এহছানুল হক ও সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
Leave a Reply