অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত—সম্ভব হলে আজ বা কালকের মধ্যেই—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আদালত ঘোষিত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করতে হবে। অন্যথায় এই আন্দোলন আরও বড় রূপ নিতে পারে।
সোমবার (১৯ মে) সিলেট বিভাগে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “প্রফেসর ইউনূস তার অল্পবয়সী স্থানীয় সরকার উপদেষ্টাকে দিয়ে বুঝাতে চাইছেন, তারা আইনের শাসন মানেন না, আদালতের আদেশ ও নির্বাচন কমিশনের গেজেট মানেন না। তাহলে তো আপনারা গণতন্ত্রের বিরুদ্ধেই এগোচ্ছেন।”
তিনি আরও বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করেছি, প্রতিশ্রুতিবদ্ধ থেকেছি। কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দাসখত দিয়েছি। আমরা চোখ বন্ধ করে সব কিছু মেনে নেব না।”
ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার উপদেষ্টারা চক্রান্ত করছে, দেশকে অস্থির করতে চাইছে—এমন ব্যক্তিদের সম্পর্কে আপনাকে সতর্ক করা হয়েছে। আপনি ব্যবস্থা না নিলে দেশের অরাজকতা এবং আপনার সম্মান—দু’টিই হুমকির মুখে পড়বে।”
বিএনপি নেতা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক মূল্যবোধ উপেক্ষা করছে। “নির্বাচনের কথা বললেই কেউ কেউ রেগে যান। বিশেষ করে এক নারী উপদেষ্টা বলেছেন, তারা নাকি জনগণ বা গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত। তাহলে নির্বাচন ব্যবস্থার প্রয়োজন কী?”
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ইশরাক হোসেন পরাজিত হন। তবে গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল ফলাফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। কিন্তু এখনো তার শপথ অনুষ্ঠিত হয়নি।
ইশরাকের সমর্থকরা গত চার দিন ধরে আন্দোলন করছেন। তারা জানিয়েছেন, শপথ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “মেয়র হিসেবে শপথ গ্রহণের আগে অনেক আইনি ও মেয়াদসংক্রান্ত জটিলতা রয়েছে। সেগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।
Leave a Reply