গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রামের রৌমারী ও চররাজিবপুরে তীব্র লোডশেডিং ও লো-ভোল্টেজে জনদুর্ভোগ চরমে
গ্রেপ্তারকৃত শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার মৃত মইনুদ্দিনের ছেলে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি গণমাধ্যমকে জানান, আগে থেকেই তথ্য ছিল যে জি এম শাহাবুদ্দিন আজম ভারত পালানোর চেষ্টা করতে পারেন। সেই অনুযায়ী ইমিগ্রেশনের সব কর্মকর্তাকে সতর্ক করে রাখা হয়। পরে সকাল ১১টার দিকে তিনি পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাইয়ের পর তাকে আটক করা হয়।
নারী ক্রিকেটে ইতিহাস গড়লেন সানা মির, আইসিসি হল অব ফেমে প্রথম পাকিস্তানি নারী
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, জি এম শাহাবুদ্দিন আজমের বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একাধিক মামলা রয়েছে। তাকে প্রাথমিকভাবে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরবর্তীতে নিয়ম অনুসারে তাকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হবে।
Leave a Reply