বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারে মানিকগঞ্জের শিবালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রচারণা সভা।
বর্ষায় তৈলাক্ত ত্বকে ভরসা রাখুন এই ৩টি মুলতানি মাটির ফেসপ্যাকে
শনিবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে শিবালয়ের আরিচা ঘাটে বিএনপির পার্টি অফিসের সামনে শিবালয় মডেল ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শিবালয় মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব মিয়াজি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এস. এ. জিন্নাহ কবির। তিনি তার বক্তব্যে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত নেতাকর্মীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:মো. রহমত আলী (লাভলু) ব্যাপারী, সভাপতি, শিবালয় উপজেলা বিএনপি,মো. মিজানুর রহমান (লিটন), সাধারণ সম্পাদক, শিবালয় উপজেলা বিএনপি,মো. নাসিরউদ্দিন, সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি,মো. হোসেন আলী, আহ্বায়ক, উপজেলা যুবদল,কাজী মোস্তাক হোসেন (দিপু), আহ্বায়ক, জেলা যুবদল
মানিকগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৫–২০২৭: সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শাহানুর নির্বাচিত
এছাড়া সভায় ঘিওর, দৌলতপুরসহ জেলার বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply