জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আজ থেকে শুরু হচ্ছে মাসব্যাপী অনুষ্ঠানমালা। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আয়োজিত এই আয়োজন চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। পুরো কর্মসূচিকে নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্যাপন অনুষ্ঠানমালা’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ ১ জুলাই রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে ‘জুলাই ক্যালেন্ডার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানমালায় বিভিন্ন দিন নির্ধারিতভাবে নানা কর্মসূচি পালিত হবে। ১ জুলাই উদ্বোধনী আয়োজনের পর ৫, ৭ ও ১৪ জুলাই বিভিন্ন স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
সমাপ্তি দিবস ৫ আগস্টকে বলা হচ্ছে ‘৩৬ জুলাই’। এ দিন দেশের ৩৬টি জেলার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। একই দিনে থাকছে:
৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং
শহীদ পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ
মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে বিজয় মিছিল
এয়ার শো ও সংগীতানুষ্ঠান
‘৩৬ ডেইস অব জুলাই’ এবং অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শনী
ড্রোন শো
ট্রাম্পের হুঁশিয়ারি”ইরানকে কিছু দিচ্ছি না, আলোচনাও করছি না”
আয়োজকরা জানান, এই মাসব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক চেতনা ও জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হবে।
Leave a Reply