পাকিস্তান ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কার্যকর রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। দেশটির দাবি, ভারত চলতি বছরের মে মাস থেকে এ চুক্তির কার্যক্রম স্থগিত করলেও চুক্তিটি এখনো বৈধ এবং আন্তর্জাতিকভাবে কার্যকর আছে—যা ‘স্থায়ী সালিশি আদালত’ (PCA), দ্য হেগ–এর সাম্প্রতিক রায়ে প্রমাণিত। খবর হিন্দুস্তান টাইমসের।
লতিফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
সোমবার (৩০ জুন) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ২৭ জুন আদালতের দেওয়া রায় পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে এবং চুক্তিটি বহাল রয়েছে। এতে ভারতের একতরফা সিদ্ধান্তের সমালোচনা করা হয় এবং চুক্তির স্বাভাবিক কার্যক্রম দ্রুত শুরু করতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে লেখেন,
“আদালতের অতিরিক্ত রায় স্পষ্টভাবে প্রমাণ করে যে কিশনগঙ্গা ও রাতলে প্রকল্পসংক্রান্ত মামলায় আদালতের এখতিয়ার রয়েছে এবং সিন্ধু পানি চুক্তি সম্পূর্ণরূপে বৈধ। আন্তর্জাতিক চুক্তি রক্ষা করা প্রতিটি দেশের দায়িত্ব। ভারত একতরফাভাবে এটি স্থগিত রাখতে পারে না। এই চুক্তিকে অবশ্যই সম্মান জানাতে হবে।”
অন্যদিকে, শুক্রবার (২৭ জুন) ভারত চূড়ান্তভাবে এই রায় প্রত্যাখ্যান করে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সঙ্গে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আদালতের পদ্ধতি ভারতের জন্য গ্রহণযোগ্য নয়।
গাজীপুরে শ্রমিক হৃদয় হত্যায় আরও একজন গ্রেপ্তার
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলার পর ভারত সিন্ধু চুক্তির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। পরবর্তীতে পাকিস্তান কিশনগঙ্গা ও রাতলে জলবিদ্যুৎ প্রকল্পের নকশা নিয়ে আন্তর্জাতিক আদালতে আপত্তি তোলে।
Leave a Reply