স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, ঢাকায় বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে।
বৃহস্পতিবার (১৬ মে) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, “শহরের গণপরিবহন সংকট মোকাবিলায় এটি সরকারের একটি বড় পদক্ষেপ।”
এই প্রকল্পের আওতায় কেনা হবে ৪০০ বৈদ্যুতিক বাস এবং নির্মাণ করা হবে ৩টি চার্জিং ডিপো। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হবে। এতে বিশ্বব্যাংক দিচ্ছে ২,১৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার বরাদ্দ দিচ্ছে ৩৭৫ কোটি টাকা।
এছাড়া ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে অন্য এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্যার লড়াইয়ে অনুপ্রেরণা যুগিয়েছেন মাওলানা ভাসানী।”
তিনি স্মরণ করিয়ে দেন, ভাসানীর ডাকে লাখো মানুষ ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিলেন, যা আজও প্রাসঙ্গিক।
Leave a Reply