বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চলমান টানাপোড়েনের মধ্যে নতুন করে একটি বড় সিদ্ধান্ত ক্রীড়ামহলে আলোড়ন তুলেছে। আজ (২৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালক ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে। এ বিষয়ে একটি সরকারি চিঠি জারি করা হয়, যার স্বাক্ষরকারী জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম।
প্রেমের টানে বাংলাদেশে,সীমান্ত পেরিয়ে আটক ভারতীয় কিশোরী
চিঠিতে উল্লেখ করা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২(খ)(৪) ধারা এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গতকাল (২৮ মে) বিসিবির নয়জন পরিচালকের মধ্যে আটজন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি পাঠান। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে পদত্যাগের ইঙ্গিত দেন বলেও জানা গেছে।
তবে ফারুক আহমেদ আজ পদত্যাগে অস্বীকৃতি জানান। তার বিরুদ্ধে বিপিএল সংক্রান্ত একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে, যেগুলোর তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় প্রকল্পের পাওনা ডলারে পরিশোধের নির্দেশনা
এই সিদ্ধান্তের ফলে বিসিবিতে একটি পরিচালক পদের পাশাপাশি সভাপতির পদও শূন্য হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টিকে সরকারি হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করতে পারে, যা বাংলাদেশ ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞার আশঙ্কা তৈরি করেছে।
Leave a Reply