মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীর অব্যাহত ভাঙনে বিলীন হয়ে গেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন।
হরিরামপুরে সাংবাদিক আবেদ হাসানের ওপর হামলা
গত শনিবার (৭ জুন) দুপুরে বাচামারা ইউনিয়নের নিজভারাঙ্গা এলাকার ৮৭নং নিজভারাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীতে সম্পূর্ণভাবে তলিয়ে যায় বলে জানা গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ওয়াজেদ আলী সরকার জানান, গত কয়েক দিন ধরে যমুনার ভাঙনের কবলে পড়ে বিদ্যালয় ভবনটির একাংশ নদীগর্ভে চলে যায়। পরবর্তীতে শনিবার দুপুরে ভবনের অবশিষ্ট অংশও নদীতে বিলীন হয়ে যায়। তিনি আরও জানান, বিদ্যালয়ের কিছু চেয়ার-টেবিল ও আসবাবপত্র সরিয়ে নেওয়া সম্ভব হলেও অধিকাংশ সামগ্রীই নদীতে তলিয়ে যায়।
সিংগাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু,স্বামী আহত
দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন জানান, খবর পাওয়ার পর শুক্রবারই এলজিইডির একজন প্রকৌশলীকে পাঠানো হয়েছিল। তবে শনিবার জানা যায়, পুরো ভবনটি যমুনা নদীতে সম্পূর্ণরূপে বিলীন হয়ে গেছে।
Leave a Reply