আবারও হামলার মুখে পড়েছে ইসরায়েল। তবে এবারের হামলা ইরান থেকে নয়, বরং মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেন থেকে চালানো হয়েছে। সোমবার (২৩ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রধানমন্ত্রিত্বের মেয়াদ, উচ্চকক্ষ ও এনসিসি—‘একই প্যাকেজে’ আলোচনা চায় বিএনপি
ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ফারস নিউজ এজেন্সির বরাত দিয়ে বলা হয়, ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং হামলার সময় দেশটির আকাশে সতর্কতা সাইরেন বেজে ওঠে। তবে স্পষ্টভাবে জানানো হয়, এই হামলার পেছনে ইরান নয়, বরং ইয়েমেন ছিল উৎসস্থল।
প্রসঙ্গত, ১৩ জুন ইসরায়েলের একটি বিস্তৃত সামরিক হামলায় ইরানের পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে নিহত হন অন্তত ৪০০ জন ইরানি, যাদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।
জোবায়েরের মৃত্যুকে কেন্দ্র করে দেরিতে অ্যাম্বুলেন্স পাঠানোর অভিযোগ
এর জবাবে, ইরান ‘অপারেশন ট্রু প্রমিস III’-এর আওতায় ২২ জুন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ২০টি পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
Leave a Reply