কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভাষণে তিনি পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। আকাশ থেকে মাটি—সবখানেই জবাব দিতে আমরা তৈরি। প্রয়োজন হলে ভবিষ্যতেও জবাব দেওয়া হবে।”
তিনি বলেন, “ভারত আর সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না। পাকিস্তান যদি টিকে থাকতে চায়, তাহলে তাদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। সন্ত্রাসবাদ ও আলোচনা একসাথে চলতে পারে না—যেমন পানি ও রক্ত একসাথে বইতে পারে না।”
মোদি আরও বলেন, “ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে আলোচনার একমাত্র বিষয় হবে সন্ত্রাস দমন ও পাক-অধিকৃত কাশ্মীর।” তিনি জানান, ‘অপারেশন সিন্দুর’ কেবল একটি অভিযান নয়, এটি দেশের মা ও বোনদের প্রতি শ্রদ্ধা ও প্রতিশোধের প্রতীক। “জঙ্গিরা বুঝে গেছে, মা-বোনদের সিঁদুর মোছার পরিণাম কী,” বলেন তিনি।
মোদি দাবি করেন, “বিশ্বজুড়ে বড় বড় সন্ত্রাসী হামলার উৎস একই জায়গায়—এখন তা ভারতের হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান এখন হতাশ এবং বাঁচার পথ খুঁজছে। পরাজয়ের পর তারা ১০ মে ভারতের ডিজিএমও-র কাছে যোগাযোগ করেছে।”
ভাষণের আগে মোদি তার বাসভবনে উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেন, যেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
উল্লেখ্য, মাত্র দুদিন আগেই ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। কিন্তু শনিবার সন্ধ্যায় সেই চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে ভারত।
Leave a Reply