তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়া করবে সফরকারী বাংলাদেশ। বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিংয়ে নামে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
ইনিংসের শুরুতেই দারুণ সূচনা করে বাংলাদেশ। প্রথম ওভারের তৃতীয় বলেই মেহেদী হাসান আঘাত হানেন পাকিস্তান শিবিরে—শূন্য রানে ফিরিয়ে দেন সাইম আইয়ুবকে। পরের ওভারের দ্বিতীয় বলেই ফখর জামানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরিফুল ইসলাম। মাত্র ৫ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে গুগল পে
এরপর দলের হাল ধরেন অধিনায়ক সালমান আগা ও মোহাম্মদ হারিস। দুজনের ব্যাটে আসে যথাক্রমে ৫৬ ও ৩১ রান। দলীয় ৫৩ রানে তানজিম সাকিবের বলে তানজিদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন হারিস। এরপর হাসান নওয়াজকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের কাজ চালিয়ে যান আগা সালমান।
মাত্র ২৯ বলে ক্যারিয়ারের তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন আগা। তবে হাসানের বলে তানজিদের হাতে ধরা পড়ে ফেরেন তিনি। অন্যদিকে, ২২ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন হাসান নওয়াজ। তার ইনিংসে ছিল ২টি চার ও ৪টি ছক্কা।
দেশের সকল জুয়েলারি দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সাদাব খান খেলেন ৪৮ রানের কার্যকরী ইনিংস। এছাড়া ফাহিম আশরাফ করেন ১১ ও খুশদিল শাহ করেন ৫ রান। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০১ রান তোলে পাকিস্তান।
বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম ৩২ রানে ২টি উইকেট নেন। এছাড়া বাকি পাঁচজন বোলার প্রত্যেকেই ১টি করে উইকেট শিকার করেন।
Leave a Reply