তারা প্রযুক্তি জগতের দুই আলোচিত মুখ। তাদের প্রেমের গল্পে ছিল উত্থান-পতনের অধ্যায়। আর এবার সেই গল্পই পূর্ণতা পেল ইতালির হৃদয়ে, ভেনিসের ঐতিহাসিক ও জাঁকজমকপূর্ণ ‘ফোর্তজা’ প্রাসাদে।
মানিকগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০২৫–২০২৭: সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক শাহানুর নির্বাচিত
শুক্রবার, ২৭ জুন ২০২৫—এই দিনটিতে ভেনিস যেন এক অনন্য রূপে আবির্ভূত হয়। শহরজুড়ে আলো, সাজ, জলের সোঁদা গন্ধে মিশে ছিল ভালোবাসার পরশ। আর তারই কেন্দ্রে ছিল বহুল প্রতীক্ষিত রাজকীয় বিয়ে—অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার দীর্ঘদিনের জীবনসঙ্গী লরেন সানচেজের স্বপ্নময় মিলন।
ভেনিসের ‘Palazzo Forza’—যা ইতালির অভিজাত ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম—এক সময়ের ডিউক এবং ব্যবসায়িক রাজপরিবারের বাসভবন। বর্তমানে এটি বিলাসবহুল বিয়ে ও আন্তর্জাতিক ভিভিআইপি ইভেন্টের অন্যতম ভেন্যু হিসেবে পরিচিত।
সেই প্রাসাদ সেদিন রূপ নেয় এক রূপকথার রাজ্যতে। বিশাল মার্বেল হল, সোনালি কারুকাজ আর ঝলমলে গ্র্যান্ড চ্যান্ডেলিয়ারের আলোয় স্নান করছিল গোটা স্থান। সাজসজ্জায় ছিল সাদা গোলাপ, বিরল প্রজাতির অর্কিড আর হাজারো মোমবাতির নরম আলো—যা বয়ে এনেছিল এক অপার্থিব সৌন্দর্য।
বিয়েতে আমন্ত্রিত ছিলেন বিশ্বের নানা প্রান্ত থেকে আগত তারকা ও গুণীজনেরা। উপস্থিত ছিলেন বিল গেটস, লিওনার্দো ডিক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, সেরেনা উইলিয়ামস, ওপ্রাহ উইনফ্রে সহ হলিউড ও প্রযুক্তি জগতের বহু খ্যাতিমান ব্যক্তিত্ব।
গোটা আয়োজনের ভিআইপি অতিথিদের আনা-নেওয়া হয়েছিল বিশেষ ওয়াটার ট্যাক্সিতে। খাবার পরিবেশনের দায়িত্বে ছিলেন ইতালির শীর্ষস্থানীয় শেফরা। প্রতিটি পদে ছিল ঐতিহ্য ও উদ্ভাবনের মেলবন্ধন।
বিয়েতে লরেন সানচেজ পরেছিলেন ভ্যালেনটিনো ব্রাইডাল কালেকশনের বিশেষভাবে নকশা করা এক মনোমুগ্ধকর গাউন। জেফ বেজোস পরেছিলেন পরিপাটি কালো টাক্সেডো, যার পরিপূর্ণতা মেলে তাঁর আবেগঘন ভাষণে।
বেজোস বলেন,”আজকের দিনটি শুধু আমার জন্য নয়, আমাদের ভালোবাসার যাত্রার নতুন সূচনা। এ যাত্রা একসঙ্গে, হাত ধরে সামনে এগিয়ে চলার।”
এই রাজকীয় বিবাহ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে। ‘#BezosWeddingInVenice’ হ্যাশট্যাগে জমেছে লাখো ছবি, ভিডিও ও আবেগঘন বার্তা।
তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে শিবালয়ে বিএনপির সভা অনুষ্ঠিত
বিশ্ববাসীর চোখের সামনে এক কর্পোরেট জগতের রাজার স্বপ্নপূরণের মুহূর্ত যেন জীবন্ত হয়ে উঠল ভেনিসের সেই ঐতিহাসিক সন্ধ্যায়।
Leave a Reply