পুলিশ বাহিনীর কাছ থেকে সব মারণাস্ত্র প্রত্যাহার করে শুধুমাত্র আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর হাতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সোমবার (১২ মে) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, র্যাব পুনর্গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। এই কমিটি র্যাবের নাম, ইউনিফর্ম ও কাঠামো সংক্রান্ত বিষয়গুলো নির্ধারণ করবে। কমিটিতে একজন উপদেষ্টা ও বিভিন্ন বাহিনীর প্রধানরা থাকবেন।
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের বেতন আগেভাগেই পরিশোধের নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, অযৌক্তিক দাবিতে শ্রমিকরা রাস্তায় নামলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদারে প্রতিটি হাটে ১০০ জন করে আনসার মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
রাজনৈতিক প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ যেন কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা না করতে পারে, সে লক্ষ্যে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেউ বেআইনিভাবে মিছিল বা কর্মসূচি পালন করলে, আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে প্রতিরোধ করবে।
সীমান্তে পুশ-ইন প্রসঙ্গে তিনি বলেন, গত দুই দিনে ২০২ জনকে বাংলাদেশে পুশ-ইন করা হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। এছাড়া ৪১ জন রোহিঙ্গা ও ৫ জন ভারতীয় রিফিউজি রয়েছেন, যারা ইউএনএইচসিআর-এর কাছে ভারতে নিবন্ধিত। এই বিষয়টি ইউএনএইচসিআরের কাছে অভিযোগ আকারে জানানো হবে। খাগড়াছড়ি সীমান্ত দিয়ে তিন শতাধিক ব্যক্তিকে পুশ-ইন করার চেষ্টা হলেও, বিজিবির প্রতিরোধে তা ব্যর্থ হয়।
Leave a Reply