ইসরায়েলি বিমান হামলায় ইরানের ৯ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এ অভিযানে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে যুক্ত জ্যেষ্ঠ বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা চালানো হয়।
ইরানের হুঁশিয়ারি:ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চলতেই থাকবে
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্ধারিত টার্গেটে এই হামলা চালানো হয়েছে। এতে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে একটি বড় ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে।’’
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানায়, নিহতদের মধ্যে তিন বিজ্ঞানীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—আলী বাকি করিমি, মনসুর আসগারি এবং সাইদ বোরজি।
তবে নিহত বাকি ছয়জনের পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ।
সিংড়ার সরিষা-বিল এখন পানির নিচে, দিশেহারা শত শত কৃষক
বিশ্লেষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে এবং পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে।
Leave a Reply